রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সদস্য নুরুজ্জামান হাবলু মোল্লা (৩৮) কে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জানায় মঙ্গলববার গভীর রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে উপজেলার অাড়িয়া ইউনিয়েনর বড়গান্দীয়া নিজ বাড়ী থেকে একটি শাটার গান এবং চার রাউন্ড পুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবলু মোল্লা উপজেলার অাড়িয়া ইউ,পির বড়গান্দীয়া গ্রামের মৃত জালাল উদ্দীন মোল্লান ছেলে।এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন সাংবাদিকদদের জানান হাবলু মোল্লা একজন সন্ত্রাসী সে জাসদ নেতা কাজী অারিফ হত্যা মামলাসহ একাধিক মামলার অাসামি এবং তার নামে দৌলতপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে মামলা নাং ০১ তাং ০১/০৩/২০১৭।