পাঁচবিবিতে নিকরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭৫ লাখ টাকা দুর্নীতির অভিযোগ

0
694

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নিকরদিঘী নান্দুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ পুকুর ও জমি লিজ দিয়ে ৩ বছরে ৭৫ লাখ টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, ১৯৪৪ সালে মোহাম্মদপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান হাজী সমির উদ্দিন শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিভৃত পল্লীতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি বিদ্যালয় পরিচালনার জন্য ২১ বিঘার ১টি পুকুর ও প্রায় ৩০ বিঘা জমি দেন। ২০১৩ সালে পুকুর লিজের ২৫ লাখ ৯০ হাজার, ২০১৬ সালে ১৯ লাখ ও একই সময়ে জমি লিজ বাবদ ৯ লাখ টাকা বিদ্যালয়ের তহবিলে জমা না করে প্রধান শিক্ষক আত্মসাৎ করেন। এছাড়া তিনি গত ৩ বছরে ৪ জন শিক্ষক ও ২ জন কর্মচারী নিয়োগ দিয়ে ২১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। শিক্ষকদের মধ্যে আব্দুল আলিমের ৫ লাখ, সাইদুর রহমানের ১ লাখ, আরমানের ১ লাখ ১৫ হাজার, হরেন দাসের ৯৫ হাজার, অফিস সহকারী এনামুল হকের ৯ লাখ ও পিয়ন আবুল বাশারের কাছে ৪ লাখ টাকা আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন ভুক্তভোগী শিক্ষক ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, প্রধান শিক্ষক তাদের কাছ থেকে বিভিন্ন অযুহাতে নিয়োগ দিয়ে টাকা নিয়েছেন। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতার ছেলে ডাঃ লুৎফর রহমান বলেন, প্রধান শিক্ষক এসব খাত থেকে প্রায় ৭৫ লাখ আদায় করেন। দুর্নীতি ধামাচাপা দিতে নিজের অনুগত লোকজন দিয়ে দীর্ঘদিন থেকে এ্যাডহোক কমিটি করে বিদ্যালয় পরিচালনা করছেন। নিয়মিত কমিটি না থাকার ফলে বিদ্যালয়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। তিনি দুর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। প্রধান শিক্ষক কবির উদ্দিন বলেন, তার বিরুদ্ধে অভিযোগ গুলি ভিত্তিহীন। পুকুর লিজের ২৬ লাখ টাকা দিয়ে বিদ্যালয়ের কাজ করা হয়েছে। ১৯ লাখ টাকা এখনও পাওয়া যায়নি। তিনি নিয়োগ দিয়ে কারো কাছ থেকে টাকা নেননি বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরউদ্দিন আল ফারুক বলেন, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক উভয়ে উভয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্ত না করে কিছু বলা যাবে না।

LEAVE A REPLY