মোঃরাজন আলী, হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক ওসমান গনি জানান, এবার ৯ টি পদের মধ্যে ৬ টি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন- সভাপতি পদে জাহিদুল ইসলাম (এনটিভি, সমকাল) ও গোলাম মোস্তাফিজার রহমান মিলন ( বৈশাখি টিভি), সহ- সভাপতি পদে আব্দুর রহিম মন্ডল ( দৈনিক উত্তরবঙ্গ) ও সিরাজুল ইসলাম ( দৈনিক আজকের প্রতিভা), সাধারন সম্পাদক পদে আনোয়ার হোসেন বুলু ( জিটিভি) ও শেখ দেলোয়ার হোসেন ( আরটিভি), সহ- সাধারন সম্পাদক পদে রবিউল ইসলাম সুইট ( দৈনিক আজকের দেশবার্তা) ও সাজ্জাদ হোসেন ( ইনডিপেনটেন্ড টিভি), সাংগঠনিক সম্পাদক পদে মাসুদুল হক রুবেল ( ডিবিসি নিউজ) ও নুরুন্নবী বাবু ( দৈনিক সংবাদ) এবং ক্রীড়া, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে শামসুল হক ( দৈনিক উত্তরকন্ঠ) ও আলম হোসেন ( দৈনিক পত্রালাপ)। এছাড়া দপ্তর ও কোষাধ্যক্ষ পদে মোফাজ্জল হোসেন (দৈনিক তিস্তা) , কার্যনির্বাহী সদস্যদের দুটি পদে অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান ( দৈনিক ইত্তেফাক) এবং ডাঃ আলতাফ হোসেন ( দৈনিক করতোয়া) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।