রনি আহমেদ: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার সাজা প্রাপ্ত শীর্ষ পাঁচ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জানায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেনের নির্দেশে দৌলতপুর থানা পুলিশের এ এস অাই অাবুল কালাম অাজাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার সারা রাত অভিযান চালিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হোলেন প্রাগপুর ইউ,পির পাকুড়িয়া গ্রামের মৃত নইমুদ্দীনের ছেলে মাদক মামলা জি অার ৩০৭/১০ এর ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক অাসামী সাদ্দাম (৩৫),একই গ্রামের মৃত মাদু সরদারের ছেলে জি অার ৯৭/০৮ এর ১ বছরের সাজা প্রাপ্ত অাসামী বাবু সরদার (৩২),হাইদুলের ছেলে ফরিদপুর জি অার ৩৪৯/০৬ এর ২ বছরের সাজা প্রাপ্ত অাসামী নাছিমুদ্দীন টুকন (৩০),জামালপুর গ্রামের মৃত কেরু মন্ডের ছেলে মিরপুর জি অার ৫১/১১ এর ১ বছর ৬ মাসের সাজা প্রাপ্ত অাসামী বিল্লাল (২৮) ও একই গ্রামের অাজাহার অালীর ছেলে চুয়াডাঙ্গা জি অার ৩০২/০৪ এর সাজা প্রাপ্ত পলাতক অাসামী মহিদুল (৩৮)।এবং দৌলতপুর থানাতে খোজ নিয়ে দেখাযাই এ এস আই অাবুল কালাম অাজাদ বিগত দিনে মাদক অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অভিযানে ব্যপোক ভূমিকা রেখেছে।এব্যপারে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃঅাজগার হোসেন জানান দৌলতপুর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মেয়াদী সাজা প্রাপ্ত ৫ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে।