কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ এর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
248

রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ “নারী পুরুষের সমতা উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা”এই স্লোগান কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস এর র‌্যালী ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বুধবার সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা একে.এম.রওশন আলম, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান- রতœা রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল ইসলাম, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর আলী,কালাই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ- নাজিম উদ্দীন,কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান চৌধুরী, কালাই মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী ময়না আক্তার, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মওদুদ আহম্মেদ, রিসোর্স ইন্সট্রাক্টর আঃ সামাদ,জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

LEAVE A REPLY