মিরপুরে হালসায় ট্রেনে কেটে ১ জনের মৃত্যু

0
279

হাফিজুল ইসলাম : কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসায় ট্রেনে কাটা পড়ে নয়ন কুমার (২২) নামের এক কলেজ ছাত্র মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়া সরকারী কলেজে অনার্সে পরুয়া শিক্ষার্থী এবং উপজেলার হালসা বাজার এলাকার হারান কামারের ছেলে। পোড়াদহ জিআরপি থানার ওসি সুনিল কুমার জানান, কলিকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী ট্রেনটি সোমবার দুপুরে হালসা ষ্টেশন পেরিয়ে ঢাকা অভিমুখে যাত্রাকালে ষ্টেশন থেকে মাত্র দু’কিলোমিটার দুরে (মাঠ কেবিন সংলগ্ন) ট্রেনে কাটা পড়ে এবং নয়নের দেহখানা কয়েক টুকরো হবার ফলে সেখানেই মৃত্যু ঘটে। পরিবারের মাধ্যমে ওসি আরও জানান, বিগত কয়েকমাস থেকে নয়ন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। দেশে বিভিন্ন চিকিৎসা শেষে ভারতে উন্নত চিকিৎসা চলছিলো।

LEAVE A REPLY