হাফিজুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে ছোট ভায়েরার হাতুড়ের আঘাতে বড় ভায়েরা খুন হয়েছে। মঙ্গলবার দুপুর ১১ টা ৫৪ মিনিটের সময় মিরপুর পশুহাটে হাজারো মানুষের সামনে আপন ছোট ভায়েরার নির্মম হাতুড়ি পেটায় বড় ভায়েরা চেনি মোল্লা (৪২) ঘটনাস্থলেই খুন হয়েছেন। নিহত চেনী মোল্লা পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের পঁচা মোল্লার ছেলে। জনতার সহায়তায় পুলিশ তাতক্ষনিক খুনি ছোট ভায়েরা লালন গাজী (৩৮) কে হাতুর সহ আটক করে। লালন গাজী উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের মৃত রবকুল গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সাপ্তাহিক হাট চলাকালীন লোকজন কিছু বুঝে ওঠার আগেই একজন ব্যাক্তি তার কোমরে রাখা হাতুড়ি বের করে হঠাৎই আরেকজনকে নির্দয়ভাবে পেটাতে থাকে। এ সময় হাটে থাকা লোকজন ব্যাক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওসি রফিকুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ায় পাঠানো হবে। অভিযুক্ত লালনকে জনতার সহায়তায় আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলেই হত্যা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।