দৌলতপুরে বসত বাড়ীতে আগুন।

0
348

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলগাতুয়া (মাঠ পাড়া) গ্রামের মোঃ মনিরুল ইসলাম পিতা, মৃত নইমদ্দীন এর বাড়ীতে গত মঙ্গলবার দুপুর ২ঃ০০ টায় রান্নার সময় রান্নাঘরের আগুন থেকে আগুনের শুত্রপাত হয় বলে জানাগেছে। এলাকাবাসী জানান মোঃ মনিরুল ইসলাম এর রান্নাঘর থেকে আগুন লাগে, তার রান্নাঘর মূলত পাঠকাঠির তৈরী রান্না করার সময় ঘরের বেড়ায় আগুন লাগলে দ্রুত পুরো রান্নাঘরে ছড়িয়ে যায়, রান্না ঘরের সাথেই বসত বাড়ী, রেহাই পাইনি আগুনের হাত থেকে তার সেমিপাকা বসত বাড়ীর একটি রুম। রুমের মধ্যে থাকা আসবাব পত্র সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানায় ৪৫-৫০ হাজার  টাকার মত ক্ষতির পরিমান হতে পারে বলে ধারনা করছি।

LEAVE A REPLY