দৌলতপুরে অস্ত্রসহ গ্রেফতার ১

0
447
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে আনুয়ার (২৫) কে দেশিও তৈরি শাটারগান ও ১রাউন্ড গুলি সহ গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায় মঙ্গলববার রাত ১১ টা ৪৫ মিনিটে দৌলতপুর থানার এস আই সাইফুলের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে উপজেলার জামালপুর গ্রামোর রাস্তার পাশ থেকে একটি শাটার গান ও ১ রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনুয়ার এক জন মাদোক ব্যবসায়ী । এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাহমেদ কবীর হোসেন জানান তার নামে দৌলতপুর থানায় একটি অস্ত্র মামলা হয়েছে মামলা নাং ১৮তাং ১৫/০৩/২০১৭।

LEAVE A REPLY