মোঃরাজন আলী, হিলি সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,আকতারা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, পল্লী বিদ্যুতের এজিএম হাবিবুর রহমান, নির্বাচন কর্মকর্তা ইছাহাক আলী,আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন প্রমুখ।