দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আউশ প্রণোদনা কর্মসুচীর আওতায় এলাকার কৃষককে বিনামুল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক ডঃ এম সাহাব উদ্দিন ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, রেফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাশেম উদ্দিন হাসু প্রমুখ। এসময় উপজেলার ১৪ ইউনিয়নের ১১‘শ ২৫ জন কৃষককে উপশী জাতের আউশ ধানের বীজ এবং ১‘শ জনকে নেরিকা জাতের আউশ ধানের বীজ ও জন প্রতি ৪০ কেজি করে সার বিতরণ করা হয়।