সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আজ রবিবার দুপুর ১ ঘটিকায় মহীপুর কলেজ রোডের রাজ্জাক ট্রেডার্স এর বাজাজ ১০০ সিসি মটর সাইকেলটি চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক ১২ বছরের কিশোর। জানা গেছে পায়জামা পঞ্জাবি ও মাথায় পাগড়ি পরিহিত ছেলেটি দীর্ঘক্ষন থেকে রাজ্জাক ট্রেডার্সের আশে পাশে ঘুরঘুর করতে থাকে। এক সময় সুযোগ বুঝে মটর সাইকেলটি নিয়ে পালানোর সময় রাজ্জাক ট্রেডার্সের কর্নধার সুলতান মাহমুদ দেখতে পেয়ে চিৎকার করেন। পাশে মোনাজ্জলের মটর সাইকেল গ্যারেজ থেকে একজন দ্রুত মটর সাইকেল নিয়ে ছেলেটিকে ধাওয়া করেন। অর্ধ কিলোমিটার ধাওয়া করার পর মদীনা মসজিদ সংলগ্ন তছিরন পোল্টি ফার্মের নিকটে অবস্থা বেগতিক দেখে ছেলেটি মটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু পথচারী তাকে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে পাঁচবিবির মালঞ্চা গ্রামে তার বাড়ি। নিজের নাম গাওসিব হাসান নাছিম (১২), পিতার নাম আতোয়ার হোসেনে বলে সে জানিয়েছেন।