দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর প্রেস ক্লাবে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্দোগে স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি ও ভোরের ডাকের দৌলতপুর প্রতিনিধি এ্যাডঃ এমজি মুহাম্মদ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার ট্রেনিং এ্যান্ড রির্সোস অফিসার কাজী শফিউল্লহ, প্রজেক্ট অফিসার তোফাজ্জেল হেসেন, প্রজেক্ট অফিসার আব্দুর রাজ্জাক, নারী ক্ষমতায়ন প্রকল্প অফিসার জীবন নাহার ও রকিবুল ইসলাম। উপস্থিত ছিলেন সংস্থার সহকারী হিসাব রক্ষক রোজিয়া খাতুন, দৈনিক সংবাদ প্রতিনিধি এম মামুন রেজা, ভোরের কাগজ প্রতিনিধি এসআর সেলিম, এটিএন নিউজ প্রতিনিধি শরিফুল ইসলাম,দৈনিক দেশের বানী প্রতিনিধি সাইদুর রহমান, দি ডেইলী ট্রাইবুনাল ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীন, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, সাংবাদিক মহাফুজ আলম, আহাম্মেদ রাজু , মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তারা ২০১৬ সালের সংস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন ৪৩২টি অভিযোগের মধ্যে ২৭০টি নিস্পত্তি করেন, ৪০ জন নারীর পাওনা টাকা আদায় করেন, সংস্থার সেল্টার হোমে ২৪ জনকে আশ্রয় ও ২২ জনকে অধিকার দিয়ে বাড়ীতে পাঠান। এ ছাড়া নারীর প্রতি সহিংসতা, মানব পাচার, নারীর অধিকার প্রতিষ্ঠা করা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ,অন্যায় তালাক প্রভৃতি বিষয়ে সংস্থাটি কাজ করে চলেছে বলে জানায়। সংস্থাটির কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় এ কার্যক্রম চালু রয়েছে।