সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা:গতকাল সোমবার রাত ৮ টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিলাবৃষ্টিসহ ঝড়ে নাকুরগাছি গ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রহিমের স্ত্রী ২ সন্তানের জননী কারিমা(২৮) ও ১ টি গরু মারা যায়। এছাড়া একই গ্রামের আব্দুল জলিল,ফিরোজ,জাফরুল, আব্দুল করিম ও জামরুল আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম শফিউল আলম ও এলাকাবাসী জানায়,ঝড়ে ইউক্যালিপটাস গাছের অর্ধাংশ সিঙ্গেল লাইনে ভেঙ্গে পড়ায় তার ছিরে নির্মানাধীন বাড়ি বিদ্যুতায়িত হয়। এসময় গোয়াল ঘরে থাকা গরু ছটফট করতে থাকলে গৃহবধূ এগিয়ে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। পার্শ্ববর্তী লোকজনও বিদ্যুতায়িত হলে তাৎক্ষণিক লাইন বন্ধ করে দেওয়ায় প্রাণহানির পরিবর্তে তারা আহত হন।