পাংশায় শহরে ছিচকে চুরি বেড়েছে

0
164

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা: রাজবাড়ীর পাংশা পৌর শহরে সম্প্রতি ছিচকে চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে ব্যবসা পরিচালনা করছে। এ ব্যাপারে পাংশা স্টেশনের বুক স্টল, ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেন রাতে তার প্রয়োজনীয় কাজে দোকান থেকে বের হলে দোকানের তালা ভেঙ্গে নগদ আনুমানিক ৩৫ হাজার টাকা নিয়ে সংঘবদ্ধ চোরের দল। আরো জানা যায় গত পরশু একই দিনে স্টেশন বাজারে মসজিদ সংলগ্ন ছামাদের দোকান থেকে চুরি হওয়ার সংবাদ পাওয়া যায়। জানা গেছে ছামাদ ঘটনার দিন নামাজ পড়তে গেলে  সুযোগ বুঝে চোরের দল ৩ কেস টাইগার এনার্জি ড্রিংক চুরি করে নিয়ে যায়। পাংশা বাজারে সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সকল ব্যবসায়ী মহলে চুরি আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পাংশা পৌর শহরের সকল ব্যবসায়ীবৃন্দ।

LEAVE A REPLY