সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসার ধরন পাল্টিয়েছে। নিজেরা আঁড়ালে থেকে শিশু-কিশোরদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে। গত ২৩ মার্চ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসা ও সেবনের দায়ে ৬ কিশোর কে আটক করে পাঁচবিবি থানা পুলিশ। আটককৃতরা হলো পৌর এলাকার কলোনী পাড়ার শেখ সায়েদের ছেলে শেখ সজিব(১৪),একই এলাকার রফিকুলের ছেলে সনি(১৩),কাদের পাড়া গ্রামের প্রশান্ত রায়ের ছেলে শান্ত রায়(১৪), একই গ্রামের কালামের ছেলে মনা(১৪),পূর্ব বালিঘাটা ঢাকাইয়া পট্রি গ্রামের গোরেন রায়ের ছেলে জনি রায়(১৪) ও দানেজপুর গ্রামের সুরতের ছেলে রাফি(১২)। আটককৃতদের মধ্যে মনাকে যশোহর শিশু-কিশোর শোধনা গারে পাঠানো হয়েছে। মনা প্রতিদিন ২/৩টি করে ইয়াবা সেবন করত। নেশার টাকা যোগাড় করতে গিয়ে চুরি করে ধরাও পরে বলে থানা সূত্র জানায়। কিশোরদের সাথে কথা বলে জানা গেছে, টাকার লোভ দেখিয়ে ইয়াবা ব্যবসায়ীরা তাদের এই পথে এনেছে। ১টি ইয়াবা বিক্রি করলে ২০/৩০ টাকা করে দিত। ইয়াবা বিক্রির পাশাপাশি তারা সেবনও করতো। এদিকে ৬ কিশোর আটকের পর মাদকের স্বর্গ রাজ্য কলোনি পাড়া ও রেল বস্তির মূল হোতারা বাড়িতে তালা ঝুলিয়ে গাঢাকা দিয়েছে বলে পুলিশ জানিয়েছেন। সরেজমিন থানায় গিয়ে দেখা যায়, ৬ কিশোর বিকালে ব্যাডমিন্টন খেলছে। ওসি মো: আশরাফুল ইসলামের আদর ও ভালবাসা পেয়ে তাদের মধ্যে থানা থেকে পালানোর প্রবনতা নেই। পরিবার থেকে কেউ খোঁজ নিতে না এলেও তাদের থাকা, খাওয়া ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ পেয়ে কিশোর ইয়াবা ব্যবসায়ীরা ভাল হওয়ার স্বপ্ন দেখছে। এবিষয়ে পাঁচবিবি থানার ওসি মো:আশরাফুল ইসলাম (পিপিএম) বলেন, আটক কিশোরদের সংশোধন করে কাজে লাগানো হবে। কাদের পাড়া গ্রামের সোহেল(১৭) কে ১ বছর ধরে থানায় রেখে ইলেক্ট্রনিক্সের কাজ শেখানো হচ্ছে। এসব কিশোরদের মধ্যে ভাল হওয়ার উৎসাহ রয়েছে। পরিবার কিংবা সমাজ থেকে আগে কেউ কখনও তাদের ভাল হওয়ার কথা বলেনি। একটু পরিবেশ পেলে ওরা ভাল হবে।