দৌলতপুর প্রতিনিধি: দৌলতপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথার স্বরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় খাস মথুরাপুর বাজারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. শরীফ উদ্দীন রিমন, উপজেলা জাসদের সভাপতি রেজাউল হক, ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা সভাপতি ফজলুল হক বুলবুল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা আওয়ামীলীগ নেতা সরদার আতিয়ার রহমান আতিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা কাউছার বিশ্বাস প্রমূখ। স্বরণনভায় আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারন মানুষ অংশ নেয়। সভায় বাবার আত্মার শান্তি কামনা করে উপস্থিত সবার প্রতি দোয়া কামনা করেন মরহুমের বড় ছেলে খাস মথারাপুর পিপলস ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজুল ইসলাম বাবু। শোকসভায় বক্তারা মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উলে¬খ্য, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ সামসুদ্দিন আহমেদ মালিথা (৮২) মঙ্গলবার সকাল ৮টার দিকে চিকিৎধীন অবস্থায় ইন্তেকাল করেন। মঙ্গলবার বিকেলে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।