কুষ্টিয়ার মিরপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

0
233

হাফিজুল ইসলাম: “ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, দেশের উন্নয়নে এগিয়ে আসুন”- এই প্রতিপাদে শনিবার কেরানীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টার দিকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন সার্ভেয়ার জহিরুল ইসলাম, সহকারী ভূমি কর্মকর্তা বেলাল হোসেন, অফিস সহায়ক মোঃ আব্দুল্লাহ সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারি ও স্থানী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা সাংবাদিকদের জানান আজ ১ এপ্রিল থেকে ভুমি সপ্তাহ শুরু হলো আগামী ৭ ই এপ্রিল পর্যন্ত চলবে।

LEAVE A REPLY