ইবিতে ১লা বৈশাখ ১৪২৪ উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী গ্রহন

0
541

সংবাদ বিজ্ঞপ্তি:ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১লা বৈশাখ ১৪২৪ উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শুক্রবার সকাল সাড়ে ৯টায় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রশাসনভবনের সামনের চত্বর হতে শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন হল, বিভাগ, অফিস, বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্ব-স্ব ব্যানারসহ অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। এসময় সাথে থাকবেন প্রোÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারঃ) এসএম আব্দুল লতিফ। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও অফিস প্রধানবৃন্দ। মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে “বাংলা মঞ্চে” সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে সমাবেত হবে এবং সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রা শেষে “বাংলা মঞ্চে” সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৩ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। সম্মানিত অতিথি থাকবেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। সভাপতিত্ব করবেন সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. এ,এইচ,এম আক্তারুল ইসলাম। উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব দুপুর ৩টা হতে সন্ধ্যা ৮ টা পর্র্যন্ত চলবে। বৈশাখী মেলা উপলক্ষে ১৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিন, প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮টা পর্যন্ত ক্যাম্পাসে বৈশাখী মেলা চলবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা হতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুপুর ৩টা হতে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রবিবার দুপুর ৩টা হতে রাত ৮টা পর্যন্ত বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। নামমাত্র মুল্যে শুভেচ্ছা কুপন সংগ্রহের মাধ্যমে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ যাত্রাপালা উপভোগ করতে পারবেন। পহেলা বৈশাখ কেন্দ্রীয় অনুষ্ঠান চলাকালে কোন বিভাগ, হল ও সাংস্কৃতিক সংগঠনকে অনুষ্ঠান না করার জন্য অনুষ্ঠানসূচীতে অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY