হাফিজুল ইসলাম: মিরপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সোমবার সকালে উপজেলা আয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.আব্দুল হালিমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মজনু, মিরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী এনামুল হক, উপজেলা আ.লীগের সহ সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস,সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ছাতিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারন সম্পাদক ও আমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন,জেলা যুবলীগের আহব্বায়ক রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মতিন লোটাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দ, প্রচার সম্পাদক বিএম জুবায়ের রিগান, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মামুন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, পোড়াদহ ইউনিয়ন অা.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম,তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, মালিহাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন,বহলবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালু মাষ্টার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল, চিথলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি এনামুল হক বাবলু, মালিহাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আকরাম হোসেন,উপজেলা ছাত্রলীগেরর আহব্বায়ক আলীমুর রেজা সুমন, যুন্ম আহব্বায়ক ডিএস সাদ্দাম প্রমুখ।