সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে হুন্ডির ১০ লাখ টাকাসহ আটাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মনছের আলীকে গ্রেফতার করে। মনছের বাগজানা ইউনিয়নের চেঁচরা ত্রিপুরা গ্রামের বাশার আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আটাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সেলিমের নের্তৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলগেটে অবস্থান নেন। বেলা পৌঁনে ৩ টায় মটর সাইকেল যোগে হিলিতে যাবার পথে তার গতি রোধ করলে ১ জন পালিয়ে যায়। এসময় মটর সাইকেলের ব্যাগের মধ্যে রক্ষিত হুন্ডির ১০ লাখ টাকা,২টি মোবাইল ও ডিসকভার ১৩৫ সি,সি মোটর সাইকেলটি জব্দ করেন বিজিবি।