রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে লাঠির আঘাতে হাসিব(১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত হাসিব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের ইজাজুল সর্দারের ছেলে। পুলিশ ও স্থানিয়রা জনান শুক্রবার বিকেলে ক্রিকেট খেলার সময় আগে ব্যাট করা নিয়ে একই এলাকার রানা প্রমাণিকের ছেলে রাজন(২০) এর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে, রাজন বাশের লাঠি দিয়ে হাসিবের মাথাতে অঘাত করে। এই সময় স্থানিয়রা আহত হাসিবকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার সকাল ৬ টার সময় হাসিবের মৃত্যু হয়। এব্যাপারে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজগার হোসেন সাংবাদিকদের জানান ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসিব (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এই ব্যাপারে থানাতে মামলা প্রক্রিয়াধীন এবং আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।