পাঁচবিবিতে ৯ মস পর বেতন ও বোনাস পেলো বিএমআই কলেজের ৩৩ জন শিক্ষক-কর্মচারী

0
310

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ বহু চড়াই উতরাই পেরিয়ে ৯ মাসের বেতন ও বিগত দুই ঈদের বোনাস পেলো পাঁচবিবি নাকুর গাছি বিএমআই কলেজের ৩৩ জন শিক্ষক – কর্মচারী। বরখাস্ত অধ্যক্ষ শাহিনুর রহমান কে নিয়ে দু’পক্ষের রশি টানাটানি করতে গিয়ে ২০১৬ সালের জুলাই মাস থেকে বেতন ও দুই ঈদের বোনাস বন্ধ হয়ে যায়। কলেজে তালা, শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলসহ বহু নাটকীয়তার অবসান হলো চলতি মাসে বেতন ভাতা উত্তোলনের মধ্য দিয়ে। বর্তমানে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন সেলিনা আক্তার চোধুরী রত্না।

LEAVE A REPLY