পাঁচবিবির প্রত্যন্ত অঞ্চলে জমজমাট জুয়ার আসর

0
333

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ পুলিশি অভিযানে বিপুল পরিমান জুয়াড়ি গ্রেফতার হলেও পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চলছে জুয়ার আসর। যুব সমাজ ধ্বংসের পথে। অভিভাবকরা উদ্বিগ্ন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,এক সময় উচনা ও মোড়েরহাটের জুয়ার আসর ভেঙ্গে এখন সেই জুয়ার আসর দৈবকনন্দপুর, রুপাপুর ও মাদারি পুরে চলছে। প্রভাবশালীদের ছত্র ছায়ায় জুয়ার আসর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। স্থানীয় যুবক ও বিভিন্ন এলাকার জুয়াড়িরা আসরে ভিড় জমায়। সকালে মাদারি পুরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রুপাপুর ও দৈবকনন্দনপুরের মাঝামাঝি শাখা যমুনার চরে বসে জুয়ার আসর। জুয়া নির্বিঘ্নে খেলতে রাস্তায় পহারা বসানো হয়। নতুন মুখ কাউকে দেখলে মোবাইলে সতর্ক করে দেয়া হয় জুয়াড়িদের। এ জন্য প্রতি জুয়ড়ির কাছ থেকে ২০০ টাকা করে নেন দৈবকনন্দন পুর গ্রামের ২ যুবক সামছুল(৩৫) ও মেহেদী(৩২)। মূলত তাদের নের্তৃত্বেই চলে জুয়ার আসর। জুয়া খেলে স্থানীয়দের কেউ কেউ ইতিমধ্যে ফতুর হয়েছে। পারিবারীক কলহসৃষ্টি ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট হওয়ায় এলাকাবাসী জুয়া বন্ধের দাবি জানান।

LEAVE A REPLY