ভেড়ামারায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন!

0
178

মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুর ইসলাম ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইন্দোনিশিয়া সিটু, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রাজ্জাক রাজা, বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনার কুষ্টিয়ার প্রকাশক ও  সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল,উপজেলা কৃষি অফিসার আঃ মজিদ, ভেড়ামারা হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ জব্বার. জুনিয়াদহ হাইস্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচারনা করেন, ভেড়ামারা কলেজের  ইংরেজি বিভাগের প্রভাষক  মোস্তাফিজুর রহমান শামীম।

LEAVE A REPLY