মিরপুরে আ.লীগ প্রার্থী এনামুল হক বাবলুর মনোনয়ন পত্র দাখিল

0
437

হাফিজুল ইসলাম : উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) শেষ দিন’ দুপুরে দলীয় সমর্থনে ও নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শিরিনা আক্তার বানুর কাছে মনোনায়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিন। চিথলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জয়নাল, সদস্য আব্দুস ছাত্তার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারন সম্পাদক খাকসারুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শিরিনা আক্তার বানু জানান, আগামী ২৩ মে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ২টি ইউনিয়নে ১৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২টি ইউনিয়নে ২৩ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১১ হাজার ৬২৩ জন পুরুষ ও ১১ হাজার ৪৪২ জন নারী ভোটার রয়েছেন।

LEAVE A REPLY