সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে রবিবার রাতে ছিনতাইকারীরা একটি মটর সাইকেল ছিনতাই করেছে। জানাযায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ নামক স্থানে রাত ১১টায় মটর সাইকেল চালক খুরশিদ হোসেনের গতিরোধ করে ছিনতাইকারীরা। এসময় ১০/১২ জন মুখোশ ধারি ছিনতাইকারী খুরশিদ হোসেন ও মটর সাইকেল আরোহী আজমের হাত পা বেঁধে পার্শ্ববর্তী ক্ষেতে ফেলে রেখে (জয়পুরহাট-হ-১২-৮৪৫৯) মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।