দৌলতপুর নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

0
1236

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে। গতকাল ৮ মে সোমবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবির এলাকার মানুষের চোখের চিকিৎসা সেবাদেয় এবং ছানি পড়া রোগীদের লেন্স সংযোজনের জন্য নিজেস্ব পরিবহনে খুলনা নিয়ে যায় ও লেন্স সংযোজোনের পর নিয়ে আসার দ্বায়ীত্ব হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আগত সাড়ে ৮’শত চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মধ্যে ২৪০ জন রোগীর লেন্স সংযোজনের জন্য নির্ধারণ করেন সেবায় নিয়োজিত ডাঃ যুবায়ের রিয়াদ ও ডাঃ সাগর আহাম্মেদ। নাসির গ্র“ফ অব ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা মোঃ জয়েন উদ্দীন ও আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান প্রতি বছর ২ বার নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ও উদ্দোগে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোগীদের স্বল্প খরচে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে

LEAVE A REPLY