পাঁচবিবিতে বন্দুক যুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ।। ৪ পুলিশ সদস্য আহত

0
907

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২ ডাকাত গুলিবিদ্ধ ও ৪ পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, গ্রিল কাটার যন্ত্র, রাম দা, হাসুয়া, চাকু ও পশু কুড়াল উদ্ধার করে পুলিশ। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম পিপিএম জানান, রবিবার রাত সোয়া ২ টার দিকে পৌর এলাকার আব্দুর রহমান চৌধুরীর বাড়ির পেছনে মুরগীরহাটি পরিত্যাক্ত পুকুর পাড়ে ১৫/২০ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ঘিড়ে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামের মীর কাশেমের ছেলে মিলন মন্ডল (৩৩) ও পাঁচবিবি উপজেলার রাধাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রফিকুল (৩৬) কে গ্রেফতার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় চুরি, ডাকাতির ৪টি করে মামলা রয়েছে। এ ঘটনায় এ.এস.আই হোসেন আলী, কনস্টেবল আসমত আলী, আলামিন ও মিঠুন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

LEAVE A REPLY