ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডেরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ভেড়ামারা-প্রাগপুর মেইন সড়কের দফাদার ফিলিং ষ্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা’র নাম পরিচয় জানা যায় নি। তার বয়স অনুমানিক ৩৫ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।
ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার মোঃ রোকনুজ্জামান বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় মহিলাটি ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সকালে নিহত মহিলা’র লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মহিলার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা বলেছেন, মেয়েটি পাগলী ছিল। মাঝে মধ্যে ভেড়ামারাতে তাকে দেখা যেত।