আছানুল হকঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তাঁরাগুনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হাসিবুল (১০) নামে এক ছাত্র বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছে।অাহত হয়েছে জিহাদ (৯) নামে অার এক ছাত্র ।শনিবার আনুমানিক সকাল ১১ টার দিকে কৈপাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত হাসিবুল উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও অাহত জিহাদ একই গ্রামের অালমগীর হোসেনের ছেলে।এলাকাবাসী জানান, বাসের গতি অনেক বেশি থাকার কারনে প্রায় দিন হোসেনাবাদ থেকে তাঁরাগুনিয়া মাঝামাঝি এলাকাতে দুর্ঘটনা ঘটছে তারি ধারাবাহীকতায় আজকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা, রাজ মেট্রো জ -১১-০০০১, বিশ্বাস পরিবনে দুজন ছাত্র তার নিজের ছাইডে চাপা পড়েছে।এ সময় চালক বাসটি রেখে পালিয়ে যায় দৌলতপুর থানা পুলিশ ঘটনা স্থালে গিয়ে তাদের দুজনকে দৌলতপুর হাসপাতালে পাঠান ও বাসটি জব্দ করে হোসেনাবাদ ক্যাম্পে নেন। আহতরা হাসপাতালে পৌছালে ডাক্তার হাচিবুলকে মৃত্য ঘোশনা করেন, জিহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়,
এ ব্যাপারে তাঁরাগুনিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম বলেন পরিবনের যে প্রচলিত নিয়ম কারনে চালকরা মানুষকে মানষ মনে করেনা, অল্পকিছু টাকা দিয়েয় মানুষের জিবনকে ক্রয় করতে পারছে এটায় হচ্ছে তার মূল কারন। এদিকে প্রাথমিক শিক্ষা প্রশাসন ও প্রাথমিক শিক্ষক সমিতির সকল সদস্য পরিবার দুটির পাশে দাড়ায় ও এক লক্ষ টাকা সাহায্য প্রদান করেন।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আজগর হোসেন জানান বাসটি জব্দ করা হয়েছে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।