হাফিজুল ইসলাম : আসন্ন মিরপুর উপজেলার ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল আওয়াল ব্যাপক গণসংযোগ করেছেন । শুক্রবার সকালে রোদ বৃষ্টি উপেক্ষা করে কয়েকটি ওয়ার্ডে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। পরে ঐ দিন বিকেলে ধুবইল স্কুল মাঠ প্রঙ্গনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে তিনি ওই ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগীতা করেছেন। তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে কাজ করছেন। তিনি ওই ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে তিনি ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন। ইউনিয়নের শতাধিক লোকের সাথে কথা বলে জানা যায়, তারা নতুন মুখ দেখতে চান। আব্দুল আওয়াল কে নির্বাচিত করতে চায়।
কথা হয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের সাথে, তিনি বলেন- আমার এ জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই। মানুষের সেবা করতে চাই। তাই এবার প্রার্থী হয়েছি। আমি এ ইউনিয়নের লোকের সুখে-দুঃখের সাথী হতে চাই সেই সাথে এ ইউনিয়নকে ডিজিটাল হিসাবে গড়ে তুলতে চাই। এজন্য তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং একটি করে মশাল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশা রাখেন।
পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদ আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জসদ সভাপতি শরিফ বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদ সভাপতি সাইদুর ইসলাম মন্টু, জাসদ নেতা জালাল আলীসহ ইউনিয়ন জাসদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন অংশ নেন।