মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ভেড়ামারায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ এর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব জহির রায়হান। আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় তিনি ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন। তিন দিন ব্যাপী ১৬-১৮ই মে পর্যন্ত এই ইন্টারেনেট সপ্তাহের ভেড়ামারা উপজেলার ভেন্যু হিসাবে ভেড়ামারা কলেজকে নির্ধারণ করা হয়। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব জহির রায়হান, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসার,ভেড়ামারা কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেড়ামারা কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব শামসুল বারী। অনুষ্ঠানের উপস্থাপনা করেন ভেড়ামারা কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক জনাব মোস্তাফিজুর রহমান শামীম এবং আইসিটি বিষয়ে সহায়তা করেন ভেড়ামারা কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব আনিসুর রহমান স্যার। “ইন্টারনেট একটি জাদুর দুনিয়া, যেখানে সব পাওয়া যায়”। কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব জহির রায়হান বলেন, “ইন্টারনেট এমন একটা বিষয় যেখানে সবকিছুই পাওয়া যায়”। এছাড়াও তার বক্তব্যে ডিসি অফিস, কুষ্টিয়া এর কার্যক্রম, বাল্যবিবাহ ও মাদকদ্রব্য রোধ, গ্রাম বাতায়ন সহ ইন্টারনেটের যুগের বিভিন্ন উল্লেখযোগ্য ভূমিকা প্রকাশ পায়। অনুষ্ঠানের সভাপতি, অধ্যক্ষ জনাব সামুসুল বারী বলেন, বর্তামানে পৃথিবী হাতের মুঠোয় না, আঙুলের মাথায় আছে আর এ সবকিছু। যা কেবল সম্ভব হয়েছে ইন্টারনেটের অতিদ্রুত বিস্তারের ফলে। এর জন্য তিনি ডিসি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ঘোষনা করেন, ২০২০ সালের মধ্যে ভেড়ামারা কলেজকে মাষ্টার্স এ উন্নিত করা হবে। অনুষ্ঠানে ১৬-১৮ই মে এই তিনদিন ব্যাপী নানা কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ফ্রি ইন্টারনেট ব্রাউজ, কুইজ প্রতিযোগিতা সহ নানা কর্মকাণ্ড সম্পাদিত হবে। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পূর্বে কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব জহির রায়হান ভেড়ামারা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং যথাযথ সহায়তার আশ্বাস দেন।