হাফিজুল ইসলাম: কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫ জন খামারির মাঝে প্রদর্শণীর উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে প্রাণী সম্পদ দপ্তরে কার্যালয়ে এ উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, পৌরসভার প্যানেল মেয়র কলিউদ্দীন মল্লিক , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, উপজেলা সমবায় অফিসার বেনজির আহমেদ সহ সাংবাদিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত উপকরণের মধ্যে আছে গাভী পালন, বাছুর পালন, গরুর হৃষ্টপুষ্টকরণ, চাগল/ভেড়া পালন, দেশী মুরগী পালন, ঘাস চাষ, লেয়ার মুরগী পালন প্যাকেজের উপাদান সমূহ।