সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে ঋণের দায়ে বৃহস্পতিবার ভোরে গলায় দড়ি দিয়ে সজিব (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার দোঘরা গ্রামের ফুলু মোল্লার ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার রায় জানান, সজিব ঋণের দায়ে দীর্ঘ দিন ধরে ঢাকায় গার্মেন্টে র্স্ত্রীসহ চাকরী করত। বুধবার রাতে সবার অজান্তে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে। সে বাড়িতে না গিয়ে বাড়ির পার্শ্বে জাম গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সকালে এলাকাবাসী সজিবের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।