দৌলতপুর সীমান্তে ভারতীয় মদসহ অাটক ১

0
504

আছানুল হকঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৯০ বোতল ভারতীয় বাংলা মদসহ মিন্টু (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ী কে করেছে পুলিশ।অাটকৃত মিন্টু উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতলেব অালীর ছেলে।পুলিশ জানায় শুক্রবার রাত ৯ টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ.এস.আই অাসাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকার মাঠে থেকে ৯০ বোতল ভারতীয় বাংলা মদসহ তাকে অাটক করে।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পি,পি,এম জানান ৯০ বোতল ভারতীয় বাংলা মদসহ মিন্টু নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে সে দির্ঘদীন ধরে মাদক ব্যবসা করে অাসছিল।এবং তার নামে দৌলতপুর থানায় একটি মাদকের মামলা হয়েছে মাললা নাং ৩৩।

LEAVE A REPLY