পাঁচবিবির পাটাবুকা গ্রামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

0
960

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামে ২ সন্তানের জননী এক গৃহবধূকে (৪৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক প্রভাবশালী হওয়ায় গ্রামের কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। উল্টো ধর্ষিতাকে মানহানির মামলায় ফাঁসানোর হুমকী দিচ্ছে ধর্ষকের স্ত্রী। ধর্ষিতার ভাষ্য মতে, আরজি পাটাবুকা মসজিদের সেক্রেটারী আশরাফ আলীর (৬০) কাছ থেকে মসজিদের আদায়কৃত চাল কিনে খেতেন। এক মাস পূর্বে আশরাফ আলী তার কাছ থেকে বকেয়া টাকা নিতে আসে। দুপুর বেলা বাড়িতে কেউ না থাকার সুযোগে আশরাফ আলী ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে জাপটে ধরে। চিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। লোক লজ্জায় বিষয়টি কাউকে না জানালেও বেড়ার ফাঁক দিয়ে দুই এক জন নারী দেখে ফেলে। ঘটনাটি নিয়ে এলাকায় কানা-কানির একপর্যায় তার স্বামী জানতে পেরে তাকে মারধর করে। আশরাফ আলী প্রভাবশালী হওয়ায় গ্রামের লোকজন তার বিরুদ্ধে স্বাক্ষী দিতেও ভয় পাচ্ছে। দীর্ঘ দিনে বিচার না পেয়ে ওই হতদরিদ্র গৃহবধূ আত্মহত্যা করবে মর্মে সাংবাদিকদের জানিয়েছেন। এ বিষয়ে আশরাফ আলী বলেন, ঘটনাটি সত্য নয় এটি তাকে ফাঁসানোর ষড়যন্ত্র।

LEAVE A REPLY