পাঁচবিবিতে হুন্ডির টাকাসহ আটক-১ (ভিডিও সহ)

0
225

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে হুন্ডির ১০ লাক্ষ টাকাসহ ১ জন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের লেদু জোয়ারদারের ছেলে ইয়ারুল ইসলাম।
আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বলেন সীমান্ত অতিক্রম করে হুন্ডির টাকা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা  আটাপাড়া পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় আটক ব্যক্তি মটর সাইকেল যোগে চেঁচড়া সীমান্ত থেকে হিলি যাওয়ার পথে তাকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। ইয়ারুলের শরীরে লাল কাপড়ে উক্ত টাকা গুলো বাধাঁ ছিল। অবৈধ টাকা আনা-নেওয়ার কারনে মটর সাইকেলসহ তাকে আটক করে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

LEAVE A REPLY