‘আমার বাংলাদেশ’
রচনাঃ মো: আমানুল্লাহ
বাংলাদেশে জন্ম আমার দেশকে ভালবাসি ; উন্নয়নকাজে তাই সদা ব্যস্ত থাকি।
বাংলাদেশে জন্ম আমার গর্বভরে বলি; সবুজ-শ্যামল এই দেশেতে সরল পথে চলি।
‘৭১ এর মহান যুদ্ধে ত্রিশ লক্ষ প্রাণ! তাতেই এদেশ পেয়েছি, মহান প্রতিদান!
কত কষ্ট, কত দুঃখ, টর্নেডো আঘাত!
শিশু,বৃদ্ধ, মহিলারাও ছিল তো নিষ্পাপ!
তাতেই পেয়েছি মহান বিজয়!
এ-তো হারানোর নয়; শ্রদ্ধা করে চলি দেশপ্রেমের কথা তাই উচ্চকণ্ঠে বলি।
ফুটেছে মুখে হাসি! বাংলাদেশে জন্ম আমার,দেশকে ভালবাসি;
উন্নয়নের কথা তাইতো সদা বসে ভাবি।