দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে এসএসসি ও জেএসসি শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে সকাল ১১টায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুফ লালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী মোঃ পিয়ার আলি, সভাপতিত্ব করেন মোঃ আকবর আলি মাষ্টার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম, রবজেল আলি, সাজেদুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমূখ। বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র/ছাত্রীদের ভাল ফলাফল বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। জানাগেছে বিদ্যালয়টি এ বছর ১৫০ জন এসএসসিতে ভাল ফলাফল নিয়ে পাশ করেছে।