রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি সীমান্ত এলাকা থেকে ৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই শরিফুল ইসলাম শরিফ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘোনাপাড়া গ্রামের মৃত অারব মণ্ডলের ছেলে মাদার মণ্ডল (৩৬) এর বাড়ী থেকে ৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এব্যপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পি,পি,এম জানায় উপজেলার মহিষকুন্ডি সীমান্ত এলাকা থেকে ৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।এবং মাদার মণ্ডলকে অাসামী করে দৌলতপুর থানায় মাদকের একটি মামলা করা হয়েছে।