দৌলতপুর হোগলবাড়ীয়া ইউপি‘র ২০১৭-১৮ অর্থ বছরের উন্মূক্ত বাজেট ঘোষনা

0
185

দৌলতপুর প্রতিনিধি: ২০১৭-২০১৮ অর্থ বছরের  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৭নং হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের কার্য্যালয়ে চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী  এ বাজেট ঘোষনা করেন। এসময় হোগলবাড়ীয়া ইউ,পি’র সকল  সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী পরিষদের সম্ভাব্য আয় ও ব্যায়ের খাত সমূহ ইউপি বাসীর মধ্যে তুলে ধরেন। হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করে জানান মোট রাজস্ব আয় ১৯,২৪,৯৫০/= টাকা, মোট উন্নয়ন আয় ৭৩,১০,০০০/= টাকা,সর্ব মোট আয় ৯২,৩৪,৯৫০/= টাকা। পক্ষান্তরে মোট রাজস্ব ব্যয় ১৯,১০,৮০০/= টাকা, মোট উন্নয়ন ব্যয় ৭২,৭৫,০০০/= টাকা, সর্ব মোট ব্যয় ৯১,৮৫,৮০০/= টাকা। উদ্বৃত তহবিল ৪৯,১৫০/= টাকা। এ বাজেট ঘোষনার সময় উপস্থিত ছিলেন হোগলবাড়ীয়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমান লস্কর,বাজার কমিটির সভাপতি মোঃ জিললুর রহমান, আওয়ামীলীগ নেতা শাজাহান আলি, লাল মহাম্মদ, আহাদ আলি প্রমূখ, অতিথি বৃন্দ উন্নয়নের নানা দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন এবং অর্থ বছরের বাজেট ঘোষনাকে সাধুবাদ জানিয়েছেন। হোগলবাড়ীয়া ইউনিয়ন বাসীরা জানান  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন,সৌর প্যানেল বিতরণ,  শিক্ষা কর্মসূচী, মানব সম্পদ উন্নয়নসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবী হোগলবাড়ীয়া ইউনিয়ন বাসীর। একই সাথে এলাকাবাসীর মাঝে স্বচ্ছ ভাবে আয় ও ব্যায়ের হিসেব প্রকাশ্যে তুলে ধরায় ইউপি বাসীর পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছে, জানাগেছে ১৭ আগষ্ট /১৬ দ্বায়ীত্ব নেয়ার পর  ২০১৬-১৭ অর্থ বছরে ২য় কিস্তিতে রাস্তা, মসজিদে সোলার প্যানেল, ৪০টি নলক’প, শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধূলার মান উন্নয়ন, গরীব মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতায় ব্যয় হয়েছে ১৭,৫২,৯৮২ টাকা।

LEAVE A REPLY