দৌলতপুরে ইয়াবাসহ অাটক ১

0
697

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মালেক (৪০) নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে পুলিশ।সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত নিচ পাড়া গ্রামের মৃত জমির অালীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায় শনিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর পুলিশ কাম্পের ইনর্চাজ এ এস আই মিহির মজুমদার ও ব্যাটেলিয়ন অানসার রাসেল অভিযান চালিয়ে উপজেলার ভাগজোত এলাকার নিজ বাড়ী থেকে একটি প্যাকেটে থাকা ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  তাকে অাটক করে।
এব্যাপারে দৌলতপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পি,পি,এম সাংবাদিকদের জানান মালেক নামের এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে।এবং তার নামে দৌলতপুর থানায় মাদকের একটি  মামলা হয়েছে।

LEAVE A REPLY