রনি অাহমেদ ।। কুষ্টিয়ার দৌলতপুরে ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ ঢাকা মেট্রো ন-১৭-০৯৬৯ নাম্বারের একটি পিকাপ ভ্যান অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।এসময় গাড়ী থেকে অানোয়ার (৩০) নামে একজনকে অাটক করে পুলিশ।অাটকৃত অানোয়ার পাবনা সদর উপজেলার রাজাপুর বাবুর বাগান গ্রামের নুর মোহাম্মদের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই গৌতম মণ্ডল ও তেকালা পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এ এস আই অাসাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার অাদাবাড়ীয়া ইউনিয়নের ব্যাংগাড়ী মোড়ে বেরিকেট দিলে পিকাপ ভ্যানটি পুলিশের বেরিকেট ভেঙ্গে পালিয়ে যাই।পরে পুলিশ ধাওয়া করে গরুড়া হাসপাতাল পাড়া এলাকা থেকে ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ গাড়ীটি কে অাটক করে।তবে তখন গাড়ী চালকসহ গাড়ীতে থাকা সবাই পালিয়ে গেলেও অানোয়ার কে অাটক করে পুলিশ।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম সাংবাদিকদের জানান ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ একটি পিকাপ ভ্যান ও অানোয়ার নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে।এবং দৌলতপুর থানায় মাদকের একটি মামলা করা হয়েছে।