দৌলতপুরে সাজা প্রাপ্ত ১অাসামী গ্রেফতার

0
493

রনি অাহমেদ: কুষ্টিয়ার দৌলতপুরে দুই বছরের সাজা প্রাপ্ত ঢুগু @ নজরুল (৪০) নামে এক অাসামী কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।পুলিশ জানায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম এর নির্দেশে দৌলতপুর থানা পুলিশের  এস অাই শরিফুল ইসলাম শরিফ সংঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে উপজেলার  রামকৃষ্ণপুর ইউনিয়নের  নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ঢুগু  উপজেলার রামকৃষ্ণপুর ইউ,পির চর সোনাতলা গ্রামের শুকুর মণ্ডলের

  ছেলে।এবং দৌলতপুর থানাতে খোজ নিয়ে দেখাযাই এস আই শরিফুল ইসলাম শরিফ মাদক, অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অভিযানে ব্যাপোক ভূমিকা রেখেছে।এব্যপারে দৌলতপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম জানান উপজেলার চর সোনাতলা এলাকা থেকে দুই বছরের সাজা প্রাপ্ত একজন অাসামী কে গ্রেফতার করে অাদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY