সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মেয়াদোত্তীর্ণ আইসক্রীম রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৮ জুন শেষ বিকালে তরকারি বাজারে বুলু হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই হোটেলের ফ্রিজ থেকে ২০১৪ সালের মেয়াদোত্তীর্ণ আইসক্রীম উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।