কবিতা: ঈদের প্রত্যাশা
রচনা: এস এম সরোয়ার পারভেজ
কাটিয়েছি অনেক গুলো ঈদ
তোমায় নিয়ে সাথে,
এখন কাটায় ঈদ গুলো সব
তোমার অপেক্ষাতে।
ঈদ নাকি হয় খুশির নদী
সুখের ঝর্ণাধারা,
আমার কাছে সবই মলিন
পাশে তুমি ছাড়া।
আবারো একসাথে কাটাবো ঈদ
হৃদয়ে বড়ই শখ,
মনের দুয়ার খুলেই বলছি
ঈদ মোবারক।