চেয়ারম্যান মেম্বার সহ এলাকাবাসীর নিন্দা!
দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতির নামে থানায় জিডি।

0
960
নিজস্ব প্রতিবেদক ।।  কুষ্টিয়ার দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকনের নামে থানায় জি.ডি হয়েছে বলে জানা গেছে। গত ২৪ শে মে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী-র বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ, ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন অবশেষে রাস্তা অবরোধ শিরোনামে সংবাদ প্রকাশ করলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক খোকনের নামে দৌলতপুর থানায় একটি জি.ডি করেন। এলাকাবাসী ও ১১ নং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষোদের চেয়ারম্যান মকবুল হোসেন নিন্দা জানান, চেয়ারম্যান জানান ২৩ শে মে আমি ঢাকাতে থাকা কালিন সময়ে ধর্মদহ এলাকা থেকে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আমার মুঠো ফোনে ফোন করে বলে, আমরা ক্লাস বর্জন করেছি এবং রাস্তা অবরোধ করছি। বিষয়টি আমি আমার ০৮ নং ইউ পি সদস্য নান্টু সাহেবকে জানাই এবং বিষয়টি যখন পুরো এলাকাতে ছড়িয়ে পড়ে তখন আমি নিজেই সাংবাদিকদের জানাই। সাংবাদিকরা এসে সংবাদ সংগ্রহ করে এবং তা একাধিক পত্র পত্রিকাতে ও ৭১ বাংলা টিভিতে প্রকাশিত হয় এবং পত্রিকা পড়ে আমি দেখেছি ঘটনার সত্যতা পত্রিকাতে প্রকাশিত হয়েছে। চেয়ারম্যান আরোও জানান বিদ্যালয়টি ২১ বছর আগে নির্মিত, তখন যেভাবে নির্মান করা হয়েছে এখন সেই অবস্থাতেই আছে, বিভিন্ন অনুদান আসলেও কোন কাজ হয়নি,আমি গত ১৫ আগস্টে আমার ইউনিয়নের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করি কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে ১৫ আগস্ট পালন করা হলেও ঐ স্কুলে তা করা হয়নি এমন কী জাতীয় পতাকা ও উঠানো হয়নি বর্তমানে স্কুল টি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের ঘাটি নামে পরিচিত এবং ঐ বিদ্যালয়ে কোন ম্যানেজিং কমিটি নাই, কোন পরিবর্তন ছাড়া একই এডহক কমিটি দ্বারা প্রতিষ্ঠান চলছে প্রায় তিন বৎসর। এ বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য নান্টু জানান, বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের কথা আমাকে ছাত্র ছাত্রী ও এলাকাবাসী অনেক আগে থেকেই বলে আসছে বিভিন্ন অনুদান পাওয়ার পরেও আজ পর্যন্ত একটা রুমের দরজা জানালা লাগানো হয়নি রুটিন অনুযায়ী ক্লাস হয়না। প্রতিটা শিক্ষকের আলাদা আলাদা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে তাই ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করলে সাংবাদিকরা এসে তাদের দেয়া বক্তব্যের ভিত্তিতে সংবাদটি বিভিন্ন পত্র পত্রিকাতে প্রকাশিত হয়েছে। যার কারনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক খোকনের নামে থানায় মিথ্যা জি.ডি করেছেন। আমি এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্ত করে এ ঘটনার বিচার চাই।

LEAVE A REPLY