দৌলতপুরে মাদক বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
353

এস এম সরোয়ার পারভেজ ।।  মাদক ছেড়ে কলম ধরি,মাদক মুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে ধারণ করে 

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ডি.জি.টি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় তেকালা পুলিশ ক্যম্প ও এলাকাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠান সম্পন্ন হয়।

received_911878698953053 

১১ নং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল,ভেড়ামারা,কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শাহ্‌ দারা খাঁন (পি.পি.এম), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,দৌলতপুর,কুষ্টিয়া, মোঃ আশরাফুজ্জামান মুকুল (সরকার), চেয়ারম্যান, ১ নং প্রাগপুর ইউনিয়ন পরিষদ, আ,ফ,ম, আসাদুল আমিন, প্রধান শিক্ষক, ডি.জি.টি মাধ্যমিক বিদ্যালয়, মোঃ মহি উদ্দিন, চেয়ারম্যান, ১২ নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ নুরুল হক,ধর্মদহ বিজিবি ক্যাম্প ইনচার্জ, এবং আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ এর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান বলেন বাজারের যে কোন পন্যযে উপর যদি গ্রাহক এর চাহিদা না থাকে তাহলে কোন বিক্রেতা সেই পন্যটা নিয়ে আসবেনা ঠিক তেমনি আপনারা যদি মাদক সেবন বন্ধ করে দেন তাহলে এগুলো বিক্রয় বন্ধ হয়ে যাবে তাই আপনারা সেবন বন্ধ করুন। পাশাপাশি মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার করে তুলুন এবং আমাদের সহযোগিতা করুন

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অাদাবাড়ীয়া ইউ,পির ৮ নং ওয়ার্ডের সদস্য রেজাউল হক নান্টু, ১ নং ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি অাহসান হাবীব দিলিপ। সভায় বক্তারা মাদক প্রতিরোধ বিষয়ে এলাকাবাসীকে সচেতন করেন এবং তাদের ধরিয়ে দিতে সহযোগিতা করার জন্য আহবান জানান।এ সময় বক্তারা আরো জানান, বিভিন্ন অভিযানে সফল ভূমিকা রাখাতে তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোঃ আসাদুল ইসলাম (অাসাদ) কে ধন্যবাদ।

LEAVE A REPLY