নিজস্ব প্রতিবেদক:পারফরমেন্স এ্যাওয়ার্ড জুন/২০১৭ সাব- ইন্সপেক্টর হিসেবে দক্ষতা সাহসিকতা ও সুনাম অর্জনের জন্য কুষ্টিয়া জেলার প্রথম স্থান হিসেবে নির্বাচিত হয়েছেন, কুমারখালি থানার এসআই/মিলটন কুমার দেব দাস। কর্মে দক্ষতা, সাহসিকতা,মাদক উদ্ধার, আসামি গেপ্তার এবং ওয়ারেন্ট তামিলের জন্য পারফরমেন্স এ্যাওয়ার্ড জুন/২০১৭ তাকে প্রদান করা হয়। এজন্য, নিউজ টোয়েন্টিফোর লাইভ ডট নিউজ পরিবার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।